“প্রতিবন্ধীতা ও বৈষম্যহীন স্বদেশ, কুষ্ঠ মুক্ত হোক আমাদের বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় টাঙ্গাইল সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এতে অংশ ননে টাঙ্গাইল ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ডা. মিহির রঞ্জন সরকার, টাঙ্গাইল বক্ষব্যাধী ক্লিনিক এর জুনিয়র কনসালটেন্ট ডা. মো. সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. মঞ্জুর হাসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন ইপিআই কর্মকর্তা মো, সোলায়মান হোসেন, পিও মো. নুরুল ইসলামসহ টাঙ্গাইল শাহজালাল (রঃ) মেডিকেল ইনস্টিটিউট এর ছাত্রীরা ও সিভিল সার্জন অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন