নীলফামারীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে “হেপাটাইটিস বি” ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করে গুড নেইবারস (সু-প্রতিবেশী) বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)।
সদরের সংগলশী ইউনিয়নের বালাপাড়াস্থ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনে দুইশ' শিক্ষার্থীকে ‘হেপাটাইটিস বি’ ভ্যাকসিন দেয়া হয়।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন গুড নেইবারস নীলফামারী সিডিপি ব্যবস্থাপক জিয়াউর রহমান। এতে বক্তব্য দেন হেলথ অফিসার মরিয়ম ইয়াসমিন, মেডিক্যাল অফিসার আবু তাহের সবুজ।
সংস্থার হেলথ অফিসার মরিয়ম ইয়াসমিন জানান, দিনব্যাপী ক্যাম্পে এইচবিএস এজি পরীক্ষা ও ভ্যাকসিন দেয়া হয়। সংস্থার আওতাভুক্ত দুইজনকে তিন দফায় এই ভ্যাকসিন দেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাহবুব