নাটোরের বাগাতিপাড়ায় গোয়ালঘরে আগুন লেগে দুটি গবাদিপশুর মৃত্যু ও একটি গবাদিপশু আগুনে ঝলসে গেছে।
শনিবার রাত এগারটার দিকে উপজেলার খন্দকার মালঞ্চী গ্রামের রমজান আলীর গোয়ালঘরে আগুন লেগে লক্ষাধীক টাকার ক্ষতি হয়।
রমজান আলী বলেন, রাত ১১টার দিকে হটাৎ গোয়াল ঘরে আগুন দেখতে পাই। পরে প্রতিবেশীরা মিলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। জীবনের ঝুঁকি নিয়ে তিনি একটিকে উদ্ধার করলেও অন্য দুটি গবাদিপশু সেখানেই মরে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানেন না রমজান আলী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন