দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিক এই সময়ের আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত মুজাহিদুল ইসলাম নাঈমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
শনিবার রাত ১১টা ৪ মিনিটে প্রথমবার ও দ্বিতীয়বার ১১টা ৩০ মিনিটে মুজাহিদের ব্যক্তিগত মোবাইল-০১৯২১৬৭৮৫০১ নম্বরে ০১৭২৪৭১৭০৩৯ নম্বর থেকে কল দিয়ে এ হুমকি দেন
অপরপ্রান্তে থাকা ইনামুল হাসান। তিনি বর্তমানে উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান।
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে আলফাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুজাহিদ।
মুজাহিদুল ইসলাম নাঈম বলেন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইনামুল হাসানের দেয়া হুমকির পর থেকে আমি ব্যক্তিগত ও পারিবারিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো মুহূর্তে আমার ওপর হামলার আশঙ্কা করছি। তাই আমার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি আমি লিখিত আকারে আলফাডাঙ্গা থানায় অবহিত করেছি।
জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম বলেন, বিষয়টি নিয়ে জিডি করা হয়েছে। আমরা জিডির তদন্ত করে দেখছি।
বিডি প্রতিদিন/আরাফাত