ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের পাঁচদিন পর একটি মাছের খামার থেকে উদ্ধার করা হয়েছে কলেজছাত্র সিয়ামের (২২) লাশ। রবিবার দুপুরে দরিরামপুর ইউনিয়নের দিরাজ মিয়ার মাছের খামার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল সিয়াম। সে উপজেলার দরিরামপুর ইউনিয়নের আক্কাস আলীর ছেলে। গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কারিগরি শাখা থেকে সিয়াম উত্তীর্ণ হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি আজিজুল হক জানান, ‘সকালে স্থানীয়রা খবর দিলে দুপুরে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
তিনি আরো জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবা আক্কাছ আলী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার