কুমিল্লার নাঙ্গলকোট স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে দু’দিন পর মারা গেছেন স্ত্রী। উপজেলার তুলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার মক্রবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের মৃধা বাড়ির মৃত আবু হানিফ মৃধার ছেলে ইউনুস মিয়া মৃধা (৫৫) হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। স্বামীর শোক সহ্য করতে না পেরে সোমবার (২৭ জানুয়ারি) সকালে স্ত্রী পেয়ারা বেগমেরও (৫০) মৃত্যু হয়।
ইউনুস-পেয়ারা দম্পতির দুই পুত্র ও দুই কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে ফারুক হোসেন মৃধা আয়ারল্যান্ড প্রবাসী, ছোট ছেলে ওসমান গণি মৃধা ব্যবসায়ী। দুইদিনের মাথায় স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যুতে ওই পরিবার ও তাদের আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল