গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেন্সিডিল-ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের সাবিরুল ইসলাম (২২) ও ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী গ্রামের হামিদুল ইসলাম (২১)।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোবিন্দগঞ্জ থানার সামনে থেকে তাদের আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কে থানার সামনে অবস্থান নেয় পুলিশ। রাত সাড়ে ১২ টার দিকে ভাদুরিয়া থেকে ঢাকাগামী ঢাকামেট্রো -ট ২২-৬৫৬৯ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের কেবিনে চারটি আপেলের কার্টুনে বিশেষ কায়দায় প্যাকিং করা ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেইসঙ্গে মাদক ব্যবসায়ী সাবিরুল ও হামিদুলকে আটক করা হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রবব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি একেএম মেহেদী হাসান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন