দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাংচুরের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকৃতরা হলেন ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের জিয়ত গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে শহিদুল ইসলাম (২৫), আব্দুল মজিদের ছেলে আজিজুল ইসলাম (২৪), মৃত তছির উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৪৫) ও মৃত মোজাফ্ফর মন্ডলের ছেলে মানিক মন্ডল (২৩)।
গত বুধবার রাতে ফুলবাড়ীর আলাদিপুর ইউনিয়নের জিয়াতগ্রাম এলাকায় হিন্দু সম্প্রদায়ের সরস্বতী প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে পূজা আয়োজক শ্রী লোচন দাস বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১২জনকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, সরস্বতী প্রতিমা ভাংচুর ঘটনার পরই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন