মাগুরা সদর উপজেলার টেংগাখালী বাজার এলাকা থেকে ১৭১ পিস ইয়াবা ও এক কেজি ৩শ গ্রাম গাঁজাসহ মনি কুমার বিশ্বাস ও সুজন মিত্র নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী মনি কুমার বিশ্বাস মাধবপুর গ্রামের নগেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ও সুজন মিত্র শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের নন্দদুলাল মিত্রের ছেলে।
মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে আঠারোখাদা ইউনিয়নের টেংগাখালী বাজার এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭১ পিস ইয়াবা ও এক কেজি ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছিল।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন