যশোরের শার্শায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে শার্শার ত্রিমোহনীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি শার্শার ত্রিমোহনীতে পৌঁছালে রেল লাইনের ওপরে দাঁড়িয়ে থাকা ওই যুবক কাটা পড়ে।
বেনাপোল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, রেলে কাটা পড়া লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন