কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী আলুর স্টোর বাজারে ৮টি দোকান লুট করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে ১০/১২ জনের মুখোশধারী দুর্বৃত্ত দল বাজারে হানা দেয়। তারা প্রথমে বাজারের তিনজন পাহারাদার সুজন (৪২), দুলাল (৪০) ও ফজলুকে (৩৫) হাত-পা বেঁধে ফেলে। পরে বাজারের ৮টি দোকান থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
এর মধ্যে নজরুল ইসলামের মুদি দোকান, আলমের হার্ডওয়্যার দোকান, শহীদের মনোহারী দোকান, হীরণের স্টেশনারী দোকান, জাহাঙ্গীরের ইলেক্ট্রনিক্সের দোকান, রাসেল ও শরীফের দুটি ফার্মেসী ও উজ্জ্বলের জুতার দোকান রয়েছে। দুর্বৃত্তরা নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার