কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর বাজার সংলগ্ন পশ্চিম সিংহ এলাকা থেকে ধারালো অস্ত্রের আঘাতে নিহত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম সিংহে মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে যায়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক, জেলা সি.আই.ডি‘র একটি টিম এবং কুমিল্লা পিবিআই’র টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, অজ্ঞাত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের যেকোন সময় ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলে দিয়ে যায়। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার