বগুড়ার কাহালু রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মা ফেলানী (৫০) ও ছেলে রাজ বাবু (২৫) নিহত হয়েছেন।
সোমবার দুপুরে কাহালু রেলস্টেশনে সান্তাহারগামী আন্ত:নগর ট্রেনে কাটা পড়ে মা ছেলে নিহত হয়।
স্থানীয়রা জানান, বেলা দেড়টার দিকে ছেলে রাজ বাবু ও তার মা ফেলানী লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়। ফেলানী কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী এবং রাজ বাবু তাদের পুত্র।
বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। তিনি নিহতদের পরিবারকে সান্তনা দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন