নেত্রকোনায় শুরু হয়েছে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল এবং এসএসসি (ভোকে) সমমানের পরীক্ষা।
সোমবার একযোগে জেলার মূল ৪১ টি কেন্দ্র ও ৪০ টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১২৬ পরীক্ষার্থী। এ বছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২৩,৫১০ জন। তার মধ্যে ছেলে ১১,৯৩০ এবং মেয়ে ১১,৫৮০ জন। এদের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী ১৭,৮৮৯ জনে অনুপস্থিত ছিলো ৩৭ জন, দাখিল ৩,০৮৬ জনে অনুপস্থিত ছিলো ৩২ ও ভোকেশনাল ২,৩৩৫ জনের মধ্যে অনুপস্থিত ছিলো ৫৭ জন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন