নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬৫০ কেজি অননুমোদিত প্যাকেটজাত ভারতীয় মহিষের মাংস জব্দ করেছে র্যাব-১১। এ সময় মো. সামির নামে একজনকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সোমবার বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তারা সপ্তাহে ৩ দিন ঢাকার তেজগাঁও হতে অননুমোদিত ভাবে প্যাকেটজাত মাংসগুলো নিয়ে এসে নারায়ণগঞ্জে বিভিন্ন রেষ্টুরেন্ট ও স্থানীয় কশাই'র কাছে বিক্রি করে দিচ্ছে। যা তারা হোটেল ও রেষ্টুরেন্ট ও সাধারণ লোকজনের কাছে গরুর মাংস বলে বিক্রি করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্ত মো. সামিরকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। জব্দকৃত মহিষের মাংস ধ্বংস করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত ।
বিডি প্রতিদিন/এ মজুমদার