লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী আনোয়ার হোসেন (৩২) নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও শিশু আহত হয়।
সোমবার সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতা কলেজ গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।
স্থানীররা জানান, অটোভ্যানে বড়খাতা থেকে পাটগ্রামে শ্বশুর বাড়ি স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে যাচ্ছিলেন অনোয়ার। পথিমধ্যে বড়খাতা কলেজ গেট এলাকায় পৌঁছালে লালমনিরহাট থেকে আসা একটি ট্রাক পিছন থেকে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি খাদে পড়ে যায়। গুরুতর আহত হয় স্ত্রী ও শিশু সস্তান। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান আনোয়ার হোসেন। তার সন্তান ও স্ত্রীকে হাতীবান্ধা স্বাস্থকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ এনামুল হক প্রধান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ট্রাকটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল