গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রলীগ কর্মীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শ্রীপুরের এমসি বাজারের পাশে হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের পাশে এসব বিতরণ করা হয়। ছাত্রলীগ নেতা সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম শ্রীপুর উপজেলা ও গাজীপুর জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করেন।
সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের মধ্যে ছাত্রনেতাদের সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ছাত্রনেতাদের আচার আচরণে কিছু জায়গায় পরিবর্তন আনার জন্য তারা এ উদ্যোগ গ্রহণ করেন।
এদিন তারা পরীক্ষার্থীদের মধ্যে ৫শ' কলম, ৩শ' বিশুদ্ধ খাবার পানির বোতল ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ উদ্যোগের সাথে গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা সোহেল সরকার, রনি, হাসান, আবির, রিদয়, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা, সজীব হাসান, রনি পাঠান, সৌরভ, সজল রানাসহ অন্যান্যরা সম্পৃক্ত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল