নীলফামারীতে ৯৮ জন পরীক্ষার্থী ২০১৮ সালের প্রশ্নপত্রে ১ ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দিয়েছে। পরে নির্ধারিত সময়ের পর ২০২০ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয় তাদের। এসএসসি পরীক্ষার প্রথম দিনে জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে এ ঘটনা ঘটে।
পরীক্ষা কেন্দ্র সূত্র জানা যায়, পুরোনো সিলেবাসের একজন পরীক্ষার্থী ছিলো এখানে। তার জন্য ১ জনের একশ টিরও বেশি প্রশ্নের প্যাকেট পাওয়া যায় কেন্দ্রে। সেটি পরীক্ষা শুরু হওয়ার সময় বিতরণ করা হয়। এই প্রশ্ন নিয়ে এক ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। ছাত্ররা বিষয়টি জানালে প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করে বোর্ডের সাথে কথা বলেন।
কেন্দ্র সচিব মাহাফিজুর রহমান বলেন, আমার এখানে ১ জন পুরোনো সিলেবাসের পরীক্ষার্থী ছিল। তার জন্য একটি প্যাকেটে প্রশ্ন আসে। সেটি দুই রুমে বিতরণ করা হয়।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে বোর্ডের সাথে কথা বলে পরীক্ষার নির্ধারিত সময়ের পর ১ ঘণ্টা ২৫ মিনিট ২০২০ সালের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়া হয় তাদের।
বিডি প্রতিদিন/এ মজুমদার