পাবনায় অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এসময় প্রাইভেটকারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিরুল আলম জানান, সোমবার ভোরে শাখারীপাড়া গ্রাম থেকে অপহরণকারী শাকিলকে প্রাইভেটকারসহ গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করা হয়েছে।
গত শনিবার তেলীগাম গ্রামের মেয়ে শ্রীকোল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী স্কুলের সামনে থেকে অপহৃত হয়। এ ঘটনায় মেয়ের বাবা শাখারীপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে শাকিলসহ ৫জনকে আসামি করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন।
সোমবার গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও প্রাইভেটকারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে। সোমবার উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল