'অজ্ঞাত ভাইরাসে নয়, খাদ্যে বিষক্রিয়ায় পাবনায় দুই বোনের মৃত্যু' হয়েছে। ঘটনাস্থল পরির্দশন শেষে আইইডিসিআর এর অনুসন্ধান দল সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
পাবনার ফরিদপুরে আকস্মিক অসুস্থতায় সাথী খাতুন (১৪) ও বিথী খাতুন (১০) নামে দুইবোনের মৃত্যুর ঘটনা তদন্তে সোমবার মাঠে নামে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) অনুসন্ধান দল।
রবিবার আইইডিসিআর’র মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক পত্রে পাবনার ফরিদপুরে দুইবোনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে চার সদস্যের বিশেষজ্ঞ দলকে নির্দেশ দেন। ওই পত্রে মাঠ পর্যায়ের তদন্ত শেষে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়।
তার প্রেক্ষিতে অনুসন্ধান দলের সদস্যরা সোমবার দুপুর ১২টায় ফরিদপুর উপজেলার কালিকাপুর গ্রামে মৃত সাথী ও বিথীর বাড়িতে যান। এ সময় পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল ও ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুলু ওয়াল মারজান উপস্থিত ছিলেন।
তদন্ত দলের সদস্যরা মৃত দুইবোনের বাবা-মাসহ স্থানীয়দের সাথে কথা বলেন। এর আগে তারা পাবনা জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক, সংশ্লিষ্ট চিকিৎসক ও সিভিল সার্জনের সাথে সাক্ষাত করে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন খাদ্য বিষক্রিয়ায় ওই দুই বোনের মৃত্যু হয়েছে। অন্যরা গণ-মনোবিজ্ঞানজনিত অসুস্থতায় ভুগছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন