কুমিল্লায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ গোল কাঠ ও মিনিট্রাক ফেলে পালিয়েছে চালক ও তার সহযোগী। ট্রাকটি আটক করেছে বনবিভাগ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকা থেকে গোল কাঠ বোঝাই মিনিট্রাকটি আটক করা হয়।
সোমবার কুমিল্লা বিভাগীয় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে রবিবার রাতে ঢাকামুখী ত্রিপল বাঁধা একটি মিনিট্রাককে থামাতে সংকেত দিলে চালক পালাতে চেষ্টা করে। অন্য একটি গাড়ি দিয়ে মিনিট্রাকটিকে ধাওয়া করলে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকায় গিয়ে চালক ও তার সহযোগী কাঠ বোঝাই ট্রাক সড়কে রেখে পালিয়ে যায়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন ফরেস্টার দীলিপ কুমার দাস, বন বিভাগের স্টাফ আবুল কালাম আজাদ, এম এ মান্নান, মো. শাহআলম ও মো. জাহাংগীর আলম।
বিডি প্রতিদিন/এ মজুমদার