ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলা নামক স্থানে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় পদ্ম রানি (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
সোমবার বিকেলে দুর্ঘটনায় আহত পদ্ম রানিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেডিক্যাল অফিসার ডা. শাকিলা আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। সে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের শম্ভু গোলদারের স্ত্রী।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার