লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী সোহেল (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার রাত ৭টার দিকে উপজেলার মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের খিদিরপুর গ্রামের নুর নবীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের রাজন ও কাঞ্চন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২ মাস পূর্বে তিনি ছুটিতে সৌদি আরব থেকে বাড়িতে আসেন নিহত সোহেল।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে প্রবাসী সোহেল রায়পুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রায়পুর উপজেলার জনতা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সোহেল, রাজন ও কাঞ্চন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রবাসী সোহেলকে মৃত ঘোষণা করেন। রায়পুর থানার ওসি (তদন্ত) শিপন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/শফিক