কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরে ভেসে উঠেছে শতাধিক গরুর মরদেহ। চোরাকারবারিদের শিকার হয়ে এসব গরু মারা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা বলছেন, বাংলাদেশে পাচার করতে কলা গাছ, খড়ের ভেলা বানিয়ে গরুর পা বেঁধে ভারত থেকে ভাসিয়ে দিচ্ছে চোরাকারবারিরা। পথে অনেক গরু ভেলা থেকে পড়ে মারা যাচ্ছে।
মরদেহে পচন ধরায় নদীপাড়ের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, মরা গরু ভেসে আসা অব্যাহত আছে। পাশাপাশি চরগুলোর বালির নিচে মরা গরুগুলো মাটি চাপা দেয়ার সাথে সাথে পানি উঠে ভেসে উঠছে। এজন্য দুর্গন্ধ ছড়ানো মরা গরুগুলো নৌকায় করে অন্যত্র সরিয়ে নিয়ে মাটি চাপা দিতে কিছুটা সময় লাগছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন