বাগেরহাটের মোরেলগঞ্জে আহরণ নিষিদ্ধ ১০ লাখ পার্শে মাছের পোনাসহ একটি ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকাল ৮টার দিকে পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলার ও এর ৫ জেলেকে আটক করা হয়। ট্রলারটি এ সময় কুয়াকাটা থেকে বাগেরহাটের রামপাল যাচ্ছিল।
পরে তাদেরকে মোবাইল কোর্টে তোলা হলে ট্রলার চালক শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের মনিরুজ্জামানকে(৫০) ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নদীতে অবমুক্ত করা হয় সকল পোনামাছ ও পুড়িয়ে ধ্বংস করা হয় ট্রলারে থাকা নেট জাল। সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, কোস্ট গার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল হাকিম এ সময় উপস্থত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ