পুরান ঢাকার নয়াবাজারে বন্ড চোরাচালানের বিরুদ্ধে অভিযানের সংবাদ সংগ্রহকালে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ওপর গতকাল মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে অবৈধ বন্ড সন্ত্রাসীরা। এতে রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল গুরুতর আহত হন।
এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। নিউজ টুয়েন্টিফোরের নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক আবু নাছের মঞ্জু, চ্যানেল টুয়েন্টিফোরে সাংবাদিক সুমন ভৌমিক, একাত্তর টেলিভিশনের সাংবাদিক মিজানুর রহমান, প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক জামাল হোসেন বিষাদ ও নয়াদিগন্ত প্রতিনিধি সাংবাদিক হানিফ ভূঁইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন মাইটিভি আবুল হাসনাত বাবুল, দীপ্ত টিভির মাওলা সুজন, সাংবাদিক দ্বীপ আজাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আজাদুল ইসলাম, সাংবাদিক ও প্রফেসর সালাউদ্দিন, সাংবাদিক জিএম মাহবুব ও তসলিম শিকদার, আবদুল মোতালেব, শাহজাহান কচিসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক