পটুয়াখালীর কলাপাড়ায় ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রলি খালে পড়ে গেছে। এ ঘটনায় আনিস প্যাদা (৪০) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছে। এছাড়া আহত হয়েছে ট্রলিচালক মোজাম্মেল হাওলাদার (৪২), শ্রমিক শাহিন হাওলাদার (২৬) ও সেলিম গাজী (৩২)। মঙ্গলবার শেষ বিকালের দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে ট্রলিচালক মোজাম্মেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওইদিন রাতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। মঙ্গলবার শেষ বিকালের দিকে ভাড়ায় চালিত ওই ট্রলিটি বালু বোঝাই করে পার হওয়ার সময় ভেঙে পড়ে যায়। এ সময় ট্রলিতে থাকা তিনজন শ্রমিক গুরুতর আহত হয়। নিখোঁজ হয় আনিস প্যাদা নামের আরো এক শ্রমিক। নিখোঁজ ওই শ্রমিক মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মজিবুর প্যাদার ছেলে।
মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, ট্রলিটিতে চারজন ছিল। এর মধ্যে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। কলাপাড়া ফায়ার স্টেশনের ডুবুরি দলের টিম লিডার গিয়াস উদ্দিন জানান, নিখোঁজ শ্রমিককে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/শফিক