ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি খাল ভরাট করে অবৈধভাবে বিপণিবিতান নির্মাণের অভিযোগে মনির হোসেন নামে এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের মহেশরোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত মনির উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের মৃত জয়দুল হকের ছেলে।
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান পুলিশ নিয়ে বিটঘর গ্রামের মহেশ রোড এলাকায় যান। বিটঘর গ্রামের মহেশরোড এলাকায় থাকা সরকারি খাল অবৈধভাবে মাটি দিয়ে ভরাট করে দখলে নিয়ে সেখানে বিপণিবিতান নির্মাণ করা হয়। এই অভিযোগে মনির হোসেন নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, সরকারি খাল দখলের অভিযোগে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি খাল দখল করে নির্মাণ করা অবৈধ বিপণিবিতান ও স্থাপনা দ্রুত সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, নবীনগরের সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলার সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। জেলা ও উপজেলা প্রশাসন ইতোমধ্যে এসব উদ্ধারে কাজ শুরু করে দিয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম