ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক প্রতিবন্ধী শিশুকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বুধবার দুপুরে সুমন হোসেন নামে এক যুবককে আটক করেছে। সুমন উপজেলার শ্রীরামপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী শিশুটি মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে যেতো আবার বাড়িতে ফিরে আসতো। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ শহীদ নূর আলী কলেজের পিছনের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক