দিনাজপুরের খানসামা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খানসামা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করেন তিনি।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার, শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ১টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তথ্যমতে, খানসামা উপজেলার ৫৭টি গ্রামে ২৪৫ কোটি টাকা ব্যয়ে ১০২৪ কি.মি. নির্মিত লাইনে ৫১ হাজার ৬৭৬ টি পরিবারে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে।
ভিডিও কনফারেন্স শেষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সন্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খানসামা উপজেলা শতভাগ বিদ্যুতায়িত নাম ফলক উন্মোচন করেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব-উল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আহমেদ শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপকারভোগী, উদ্যোক্তাসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম