সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক বলেছেন, মুজিববর্ষকে সামনে রেখে সকল ইউনিটের সম্মেলন ও কমিটি, মার্চ মাসের মধ্যেই গঠন করতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে দলকে সু-সংগঠিত করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সিলেট বিভাগের দায়িত্ব দিয়েছেন এখানে দল যাতে আরও শক্তিশালী হয় তার জন্য কাজ করতে। দলের সকল নেতাকর্মীকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে।
বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ টাউন হলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, আরব আলী, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আবুল ফজল, আব্দুল কাদির চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল মতিন, সাফাওয়াত হোসেন মোহনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠের নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
বিডি-প্রতিদিন/শফিক