মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও মাগুরা পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে আছাদুজ্জামান অডিটোরিয়ামে এ কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সাবেক সদস্য আলতাফ হোসেন খ্যাতিমান সংগঠক ও জেলার একজন ত্যাগী নেতা হিসাবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি শ্বাসকষ্টজনিত অসুখে তিনি মৃত্যুবরণ করেন।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল ও স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। মরহুম বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে অন্যন্যের মধ্যে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, খুরশীদ হায়দার টুটুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, রানা আমির ওসমান, অ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী, আবুল কালাম, আশরাফুল আলম বাবুল ফকির, বাকি ইমাম, মকবুল হাসান মাকুল, আব্দুল মান্নান,আরোজ আলী, ফজলুর রহমান, শেখ মেহেদী হাসান সালাহউদ্দিন, মীর মেহেদী হাসান রুবেল, আলী হোসেন মুক্তা প্রমুখ।
বক্তারা জানান, ছাত্র রাজনীতি এবং দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে আলতাফ হোসেন ১৯৭৮ সালে তৎকালিন মহকুমা মাগুরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে সময়ে ২০০৪ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎপরবর্তীতে সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কখনো অন্যায় কিৎবা লোভের বসবর্তি হয়ে প্রতিপক্ষের সাথে আপস করেননি। বর্তমান প্রজন্মকে এই ব্যক্তির জীবনী থেকে শিক্ষা নিতে হবে। তাদের মত মহান নেতাদের অনুসরণ করতে হবে। তা না হলে দল আদর্শচ্যুত হয়ে যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম