ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ও আনন্দ র্যালি হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাসিরনগর উপজেলাসহ দেশের সাতটি জেলা ও ২৩টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ নাসিরনগর জোনাল অফিসের উদ্যোগে বিকালে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উদ্বোধনের ফলক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। এসময় উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান তালুকদার, ডিজিএম আবুল বাসার শামছুদ্দিন আহাম্মদ, এজিএম হিমেল কুমার সাহা, জুনিয়র ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল বাকীসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক