বরিশালের গৌরনদীতে ৬ জুয়ারি আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে হাবুল বেপারীর বাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আহাদ মাতুব্বর (৩০), মাসুদ বেপারী (২২), আলামিন বেপারী (২৮), ইউনুস শরীফ (২৮), সুমন বেপারী (২৫) ও মোস্তফা মল্লিক (২৭)।
পরে আটক ৬ জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। গৌরনদীর ইউএনও ইসরাত জাহানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন