বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বলেছেন, দেশের সবগুলো উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করার জন্য আমরা প্রস্তুত। প্রধানমন্ত্রী সময় দিলে কিছুদিনের বাকি উপজেলাগুলো শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করা হবে। আশা করছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে পারব।
শনিবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে থাকা সরকারি-বেসরকারি প্ল্যান্টগুলো পরির্দশন শেষে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের ৯৬ ভাগ মানুষের কাছে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শতভাগ মানুষকে আমরা বিদ্যুতের আওতায় আনব। কয়েকদিন আগে সাতটি জেলা ও ২৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।
সচিব আরও বলেন, মানুষকে আমরা বিদ্যুত দিয়ে আলোকিত করব। সেজন্য যে পরিমাণ বিদ্যুতের চাহিদা, আমরা তার পুরোটাই উৎপাদন করতে পারছি। এখন আমাদের চ্যালেঞ্জ হলো উৎপাদিত বিদ্যুত সঞ্চালন করে বিতরণ লাইনের মাধ্যমে পৌঁছে দেয়া। আমাদের যেহেতু কিছু পুরনো জিনিস আছে সেগুলোর জন্য আমাদের উৎপাদন কিছুক্ষণ বন্ধ রাখতে হয়। সেটার সমাধানে জন্য আমরা কাজ করছি। আমরা আশা করছি সবাইকে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দিতে পারব।
এসময় তার সাথে ছিলেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চেয়ারম্যান খালেদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এম.এম সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক (কারিগরি) এ.কে.এম ইয়াকুব, নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রকল্প) ক্ষিতিশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন