কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের টিএ রোড কালী বাড়ির মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাড. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আনিসুল হক মঞ্জু ও আলী আজ্জম।
উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোঃ শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ মো. হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক মো. ফুজায়েল ও ছাত্রদল নেতা আজহার হোসেন চৌধুরী দিদার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন বলেই আজ তিনি কারাগারে। তাই চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। জনগণকে সাথে নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে গণতন্ত্র ও জাতিকে বন্ধি দশা থেকে মুক্ত করতে হবে।
বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলসহ যোগ দেয়ার সময় পুলিশ মিছিলে বাধার সৃষ্টি করে। এছাড়া সমাবেশে পুলিশ কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। ফলে বাধ্য সমাবেশ সংক্ষিপ্ত করতে হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার