ঝালকাঠির রাজাপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হাচান হাওলাদার (১২) নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ১৪ নং নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাগানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই শিশু ১৪ নং নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
আটক মো. হাচান হাওলাদার গাজীপুর জেলার কাশিমপুর থানার সারদাগঞ্জ পুকুরপার এলাকার মৃত শাহাজ উদ্দিনের ছেলে। বাবার মৃত্যুর পর থেকে সে উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার নানাবাড়িতেই থাকে।
ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, ঘটনার দিন বখাটে হাচান ফুলের লোভ দেখিয়ে বিদ্যালয়ের পাশের একটি বাগানে নিয়ে যায় ওই শিশুকে। পরে সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে শিশুটিকে ধাক্কা দিয়ে পাশের ডোবায় ফেলে দিয়ে হাচান পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য মো. কুদ্দুস হোসেন ও স্থানীয় জনতার সহায়তায় হাচানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক হাচান এর আগেও ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীর সাথে এমন ঘটনা ঘটিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের উদাসিনতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ঘটনার পর থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা হতাশাগ্রস্ত হয়ে পরেছে বলে জানা গেছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে, মামলা নম্বর-৮।
বিডি প্রতিদিন/এনায়েত করিম