নাটোরের বড়াইগ্রামে রাজাপুর এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় মামুন হোসেন (২৬) নামে মেধাবী এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন উপজেলার গোপালপুর উত্তরপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে ও পাবনা অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের থেকে চলতি বছর ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক মো. সানোয়ার হোসেন জানান, বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সৈয়দ মোড় এলাকার মধু হোসেনের বাড়িতে ঢুকে পরে। ওই পথ দিয়ে মামুন হোসেন বাড়ি ফিরছিলেন। এসময় ট্রাকটি তার ওপর দিয়ে চাপা দিয়ে মধুর বাড়িতে ঢুকে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
পুলিশ আরও জানায়, ট্রাকটি পাবনার ঈশ্বরদী এলাকার আবু সালামের। তবে ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম