চোখের সামনে তিতাস নদীর উপর সেতু। ছোট্ট শিশু জিসান একটু পর পর সেদিকে তাকাচ্ছে। সাদা কাগজে কাঠ পেন্সিলের আঁচড়। একে একে গড়ে উঠল পিলার। এরপর সেতুর আনুষাঙ্গিক বিষয়াদি। রংয়ের আঁচড় লাগার পর বিশাল সেতুটা যেন চোখের সামনে ছোট কাগজে ঠাঁই নিলো। জিসানের মতো আরো দেড় শতাধিক শিশু ছবি এঁকেছে। নদীর ধারে বসে তিনদিন ধরে তারা প্রায় দেড় হাজার ছবি এঁকেছে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে শীতকালীন আর্ট ক্যাম্পে অংশ নিয়ে শিশুরা এসব ছবি আঁকে। জেলার নবীনগর উপজেলার রসুলপুর গ্রামে তিতাস নদীর পাড়ে বসে শিশুরা চোখের সামনে থাকা দৃশ্য দেখে রং তুলিতে তা ফুটিয়ে তোলে।
গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। শনিবার বিকেলে ক্যাম্পের সমাপ্তি ঘটে। ক্যাম্পে আঁকা ছবি থেকে বাছাই করে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
প্রিয়া বিশ্বাস নামে এক শিক্ষার্থী জানায়, চোখের সামনে থাকা দৃশ্য দেখে আঁকতে পেরে তার খুব ভালো লাগছে। তরুণি খন্দকার জানায়, ক্যাম্পে এসে তারও ভালো লাগছে। সকালে খেলাধুলার পর দুপুর থেকে তাদেরকে ছবি আঁকতে দেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু বলেন, সফলভাবে ক্যাম্প সম্পন্ন হয়েছে। শিশুদের প্রতিভা বিকাশের জন্যই আমাদের এ আয়োজন। নির্ধারিত আর্ট ক্লাশের বাইরে এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভাকে আরো বেশি সমৃদ্ধ করবে।
বিডি-প্রতিদিন/মাহবুব