সাতক্ষীরায় বাসের ধাক্কায় এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া লস্কর ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কামরুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে কামরুল সাতক্ষীরা থেকে খালি ট্রলি নিয়ে মাধবকাটি যাচ্ছিল। তিনি ছয়ঘরিয়া পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রতগামী কামরুল তার গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা