কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের চাপায় আব্দুল হান্নান সরকার (৫৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান সরকার সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার সোলাইমান সরকারের ছেলে। তিনি বেসরকারী সংস্থার হয়ে ভেড়ামারা শাখায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে হান্নান সরকার নিজ কর্মস্থলে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল হান্নানের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. শাহজামাল জানান, মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/মাহবুব