‘সচেতন জনতার একতা, রুখে দেবে অনিয়ম দুর্নীতির ঘনঘটা’ এ শ্লোগানে সড়ক সংস্কার কাজের অনিয়মের প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধাীন সদর উপজেলার মান্দারী-দত্তপাড়া সড়কের সাড়ে ৫ কিলোমিটার সংস্কার কাজে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রবিবার সকালে সড়কটির দত্তপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মান্দারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামছুদ্দিন সাজু, আব্দুল ওয়াহেদ মানিকসহ অনেকে। বক্তারা বলেন, সড়কটির সংস্কার কাজে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার পেয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করে।
এতে নিম্নমানের ইট-খোয়া, পাথর ও বিটুমিন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। ফলে নির্ধারিত সময়ের আগেই সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এ নিয়ে প্রতিবাদ জানালে ঠিকাদার ও তার লোকজন এলাকাবাসীর সঙ্গে অসদাচরণ করেন বলেও জানান স্থানীয়রা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।
বিডি প্রতিনিধি/আল আমীন