বিশ্বওলী হযরত শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২০ আজ শুরু হবে। রবিবার থেকে নিজ জন্মভূমি শেরপুরের পাকুরিয়াস্থ বিশ্বওলীর আবির্ভাব মঞ্জিলে শুরু হবে তিনদিনব্যাপী এই উরস শরীফ।
এরপর আগামী মঙ্গলবার বিশ্বওলীর (কু.ছে.আ.) রওজা শরীফ জিয়ারত ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের কয়েক লাখ শান্তি ও কল্যাণকামী নারী-পুরুষ এ মহামিলন মেলায় সমবেত হবেন বলে প্রত্যাতা করা হচ্ছে।
গতকাল শনিবার জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব