কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যক্তির ১৫ দিনের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরেউপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এই দণ্ডাদেশ প্রদান করেন।
তারা হলেন জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা ইউনিয়নের আব্দুর সাত্তারের ছেলে বাবু মিয়া (২৮) ও খালিশা খুটামারা গ্রামের মোজাফর মিয়ার ছেলে সামেদুল ইসলাম (২২)।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও আবুল কালাম আজাদ বলেন, পুটিমারী ইউনিয়নের সাইলবাড়ি এলাকায় নদী থেকে বালু উত্তোলন করার সময় তাদের আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ দিনের করে কারাদণ্ড প্রদান করা হয়। তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক