ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি করছে শিক্ষার্থীরা। রবিবার ১০ টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা ক্লাস চালুর জন্য বিভিন্ন শ্লোগান দেয়।
দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও উনিশ মাসের বকেয়া বেতনভাতার দাবিতে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষকদের কর্মবিরতির চলছে। এ কর্মবিরতি প্রত্যাহারের জন্য শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করছে।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শিক্ষকরা ক্লাস না নেয়ায় তাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে।
শিক্ষার্থীরা জানান দেড় বছর ধরে শিক্ষকরা ২য় শিফটের কর্মবিরতি করছে। এ কর্ম বিরতির কারণে শিক্ষার্থী চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে।
আন্দোলনরত ২য় শিফটের শিক্ষার্থীরা আরো বলেন, তাদের ক্লাসে যদি শিক্ষক ফিরে না যান তাহলে ইন্সটিটিউট খুলতে দেয়া হবে না। সকল ধরণের কার্যক্রম বন্ধ করে দিবে তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার