চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৭ লাখ মানুষের একমাত্র হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করা, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদ ছাত্রলীগ।
রবিবার সকালে শহরের নিমতলা কার্যালয় থেকে বের হয়ে একটি মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা জাসদ নেতা মনিরুজ্জামান মনির, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল সভাপতি মো. আব্দুল মজিদসহ অন্যরা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামানের কাছে স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন