চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খেয়াঘাট পারাপারে টাকা চাওয়ায় ঘাটের লিজগ্রহীতা ও তার ছেলেকে মেরে আহত করেছে ঘাটপারাপার হওয়া কয়েকজন বখাটে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার চকঘোড়াপাখিয়া ফেরিঘাটে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ইউনিয়নের কাঁঠাইলাপাড়া গ্রামের খাইরুল ইসলাম ও তার ছেলে সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী খালেদ হাসান (১৫)।
আহত খাইরুল ইসলাম জানান, চলতি বছর তিনি দরপত্রের মাধ্যমে পাগলা নদীতে অবস্থিত চকঘোড়াপাখিয়া ফেরিঘাটটি ইজারা নেন। রবিবার সকাল ১০টার দিকে তিনি তার ছেলে খালেদকে ঘাটে রেখে অন্যকাজ করার সময় চকঘোড়াপাখিয়া গ্রামের জালাল, সাদ্দাম ও রুমানসহ কয়েকজন বখাটে ঘাট পার হচ্ছিল। এ সময় তার ছেলে ঘাট পারাপারের টাকা চাইলে ঐসব বখাটে তার ছেলের উপর হামলা করে এবং মাথা ফাটিয়ে দেয়। তিনি দৌড়ে বাধা দিতে গেলে তার উপরও হামলা করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সাঈদা সুলতানা জানান, আহতদের মধ্যে খালেদের মাথায় ৩টি সেলাই দেয়া হয়েছে এবং বর্তমানে সে আশংকামুক্ত।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানান, এ ধরনের একটি ঘটনা তিনি ফোনে শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বিডি প্রতিদিন/হিমেল