চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আগুনে পুড়ে একটি দোকান ভষ্মিভূত হয়েছে। খোয়া গেছে লাখ লাখ টাকার যত্রাংশ ও ব্যাটারী। শনিবার রাতে নাচোল চেয়ারম্যান পাড়ায় এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকান মালিক মুকুল জানান, শনিবার রাত সাড়ে ৯ টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ১১টার পর প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে নাচোল ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার সময় নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ আইন শৃংখলা বাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
দোকানে আগুন লাগার বিষয় নিয়ে দোকান মালিক মুকুল অভিযোগ করে বলেন, শত্রুতার বসেই তার দোকানে আগুন লাগানো হয়েছে। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজার সাথে মুঠোফোনে রবিবার যোগাযোগ করা হলে তিনি বলেন, দোকানে আগুন লাগানোর বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল