সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি তানজিল হোসেনকে (২০) গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে র্যাব-১২ সদস্যরা সলঙ্গা থানার রামারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে তাড়াশের ভাদাস গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-১২ মিডিয়া অফিসার লে. এম এম এইচ ইমরান জানান, তাড়াশ জে.আই কারিগরি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে প্রায়ই বখাটে তানজিল উত্যক্ত করত। গত বৃহস্পতিবার বিকালে বখাটে তানজিল কৌশলে ওই ছাত্রীকে বাড়িতে ডেকে এনে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে তানজিল তাকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রী দৌড়ে বাড়িতে এসে ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে পরিবারের লোকজন তাকে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ অবস্থায় র্যাব-১২ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গার রামারচর এলাকা থেকে তানজিলকে গ্রেফতার করে তাড়াশ থানায় সোপর্দ করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার