কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের কাছে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সাগর থেকে ভাসমান অবস্থায় আরও এক মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
রবিবার বিকালে সেন্টমার্টিনের পশ্চিম সৈকত এলাকা থেকে আরো এক পুরুষ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত উদ্ধার মৃতদেহের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। এদের মধ্যে ১৪ নারী,৩ শিশু ও ২ পুরুষের মৃতদেহ উদ্ধার হলো।
বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাঈম উল হক বলেন, শনিবার রাতে সেন্টমার্টিনের কোনার পাড়া পশ্চিম সৈকত এলাকায় ভেসে উঠা আরো এক পুরুষ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরির্দশক মোহাম্মদ লিয়াকত আলী জানান, ট্রলারডুবির ঘটনায় গতরাতে ও আজ বিকালে দুটি মৃতদেহ উদ্ধারের খবর পেয়েছি। এর আগে ১৮ উদ্ধার করা মৃতদেহের মধ্যে ১১ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৬ জনের লাশ বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়াগামী একটি ট্রলার ১৩৮ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এ ঘটনায় ১৯ দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করে কোস্টগার্ড। এই মামলায় এ পর্যন্ত ৯ দালালকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন